রাজনীতি ডেস্কঃ বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ফরেন রিলেশনস কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দ্বিপাক্ষিক এবং সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দুইদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলোর উপর আলোচনা হয়েছে। আর সমকালীন বাংলাদেশের যে রাজনীতি তার উপর সার্বিক আলোচনা হয়েছে।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের এবং ৮ সেপ্টেম্বর কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।