নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) জাতীয় পরিচয় পত্র একটি নাগরিকের পরিচয় সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করে। পরিচয় পত্রের নাম ঠিকানা ভুল কিংবা ছবি খারাপ এসেছে এমন অভিযোগ অনেকেরই।
সময় এসেছে এসব সংশোধনের
এখন আপনিও পারবেন খুব সহজে এ কাজ গুলো করতে।
প্রতিদিন হাজার হাজার নাগরিক জাতীয় পরিচয় পত্র নিয়ে ভোগান্তিতে পরে।
আমরা অনেকেই জানিনা বর্তমানে
অনলাইনে আবেদন করে নতুন ভোটার হওয়া যায়
তাছাড়া জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডির জন্য আবেদন করে সংশোধন করা যায়।
একই সঙ্গে হারিয়ে গেলে,কোন তথ্য সংশোধন বা ছবি পরিবর্তন ও করা যাবে অনলাইনে।
খুব শিগগিরই দেয়া হচ্ছে স্মার্ট কার্ড। তাই স্মার্ট কার্ড পাওয়ার আগেই সচিত্রে আলোচনা দেখে খুব সহজেই অনলাইনে জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের ছবি পরিবর্তন, তথ্য পরিবর্তন ও নতুন ভোটার হবার বিস্তারিত নিয়ম কানুন জানতে পারবেন।
জেনে নিন অনলাইনে জাতীয় পরিচয় পত্রের কি কি দিক গুলো আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন।
* তথ্য পরিবর্তন
* ঠিকানা পরিবর্তন
* ভোটার এলাকা স্হানান্তর
* পুনঃমুদ্রন
* ছবি পরিবর্তন
* আবেদন পত্রের হাল অবস্থা
কিভাবে ছবি পরিবর্তন এবং তথ্য হালনাগাদ ও আপনার সকল ডাটাবেজ দেখতে পারবেন।
প্রথমে রেজিস্ট্রেশন করতে এই লিংকে যান
( এই সাইট https ফরম্যাটে হওয়ায় আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা লেখা আসতে পারে
This connection is Untrusted সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে Understand the Risks ক্লিক করে তারপর যেতে হবে।