আধুনিকতার ছোঁয়া এবং অনলাইন গেমসের আসক্তির ফলে আমাদের মাঝ থেকে প্রায় হাড়িয়ে যেতে বসেছিলো আমাদের জাতীয় খেলা “কাবাডি”। কিন্তু বর্তমান প্রজন্মের ভিতরে এখন এই জাতীয় খেলার ব্যপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সূর্যাস্তের পর যখন চারদিকে অন্ধকার নেমে আসে ঠিক তখনই কাবাডির মাঠগুলোতে জ্বলে উঠে বড় বড় বৈদ্যুতিক বাতি। সেই সাথে আওয়াজ উঠে কাবাডি-কাবাডি।
বগুড়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নে এর ব্যপক সাড়া পরেছে সম্প্রতি। প্রতি রাতেই উৎসবমুখর পরিবেশে কাবাডি খেলার আয়োজন করে থাকে।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নের পারভবানীপুর গ্রামে গতকাল আয়োজন করা হয় “প্রবীণ বনাম নবীন” কাবাডি খেলা। সকল বয়সের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নবীন দল ৪টি গেম দিয়ে বিজয়ী এবং প্রবীণরা ৩ টি গেম দিয়ে পরাজিত হয়।
খেলা শেষে সবার অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতিভোজের। যার মাধ্যমে প্রবীণ-নবীন সহ সকল বয়সের মানুষের ভিতরে তাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হয়।