উপজেলা প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)ঃ দেশের আইন ভঙ্গ করে জাতীর শোক দিবসে জতীয় পতাকা উত্তোলন করেনি রায়পুর তাহযিবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউট । যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই রকম অনিয়ম মেনে নেওয়া অসম্ভব!
গতকাল তথ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবাষীকিতে জাতীয় পতাকা অর্ধ নমিত করা হবে সে পেক্ষিতে সকল প্রতিষ্ঠানের এই আইন বাধ্যতা মূলক ছিলো । কিন্তু আইনের তোয়াক্কা করেনি রায়পুর তাহযিবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউট এই বিষয় প্রশাসনের নিরব ভুমিকায় লক্ষ্য করা যায় ?
এই বিষয় রায়পুরের শিক্ষা অফিসার মু.সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তিনি জানতেন না তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মাদরাসার চেয়ারম্যান মার্চ্চেন্ট একাডেমির শিক্ষক নুরুল আমিন বিএসসি উনাকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায় ।