আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি মার্কিন আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার কারণে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং ইরান, আফগানিস্তান ও সিরিয়ার মতো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে।
পলিয়ানস্কি বলেন, একমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা বৈধ এবং এই ধরনের নিষেধাজ্ঞা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও নিপীড়নমূলক আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টির বড় কারণ এবং দ্রুত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা বন্ধ হওয়া উচিত।
চীনের রাষ্ট্রদূত বলেন, যে নিষেধাজ্ঞার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন নেয়া হয় নি তা বাস্তবায়ন করা যাবে না। একইসঙ্গে তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে দেশটি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
বর্তমানে ১৪টি দেশের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এরমধ্যে সম্প্রতি কয়েকদফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কারণে উত্তর কোরিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছিল আমেরিকা ও তার মিত্ররা। কিন্তু রাশিয়া এবং চীন তাতে ভেটো দিয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে- চীন এবং রাশিয়া নিজেও আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার শিকার।