গতকাল বুধবার বিকালে নীলফামারী জেলার জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, জনগণের কাছে ঘুষ, দুর্নীতি করেছেন-এ রকম অভিযোগ আর শুনতে চাই না। আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এখানে এসেছি। শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানামাত্র।
জানা যায়, তিনি গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে ৬ দিনের সরকারী সফরে উত্তরাঞ্চলের অবস্থান করছেন তারই ক্রমানুসারে গতকাল ২৫ ডিস্মেবর বিকেলে জলঢাকায় শীত বস্ত্র বিতরণ করেন।
বিতরণে তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্যে ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠিন হুংকারের পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের তিস্তা পানি নিয়ে যে সমস্যা রয়েছে সে ব্যাপারে বলেন, সামনের বছরে তিনি নিজে আসবেন এবং তিস্তার যে পানির সমস্যা রয়েছে সেটির দীর্ঘ মেয়াদি সমাধান করা হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। তাছাড়া তিনি বগুড়ায় বিপিএল খেলার আয়োজন করবেন বলে জানান, তিনি আরও জানান এ অঞ্চল কৃষি উৎপাদনের উর্বর ভূমি হিসেবে উল্লেখ আছে এ অঞ্চলের স্থলবন্দর কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কলা বলবেন।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নীলফামারীর জলো প্রশাসক মোহাম্মদ নায়রিুজ্জামান, অতরিক্তি পুলশি সুপার মোস্তফা মঞ্জুর, বষৈম্যবরিোধী ছাত্র আন্দোলনরে অন্যতম কন্দ্রেীয় সমন্বয়ক ও জাতীয় নাগরকি কমটিরি সংগঠক আবু সাইদ লওিন, জলঢাকা উপজলো বএিনপরি সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ও জলঢাকা উপজলোর বৈষম্যবরিোধী ছাত্র আন্দোলনরে নেতৃবৃন্দ ও জেলা জামায়াতরে শুরা সদস্য ওবায়দুল্লা সালাফি।
পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলঢাকা উপজেলার সৈন্যাসীর ব্রিজ ও বুড়িতিস্তার মনছারের ঘাট পরিদর্শন করেন।
আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি