মালয়েশিয়ায় জরিমানা দিয়ে কর্মরত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার।
বুধবার (৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের ডিজি খায়রুল জায়মি দাউদ।খায়রুল জায়মি দাউদ বলেন, অভিবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। যারা ১ বছর পর্যন্ত অবৈধ তারা ১ হাজার রিঙ্গিত আর ১ বছরের বেশি অবৈধ হলে ৩ হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস সংগ্রহ করতে হবে।
তবে লকডাউনের মধ্যে পর্যটক ভিসায় এসে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা সরাসরি বিমান টিকিট কেটে দেশে যেতে পারবেন বলে মন্তব্য করেন দেশটির সিনিয়র মন্ত্রী সেরি ঈসমাইল সাবরি ইয়াকুব।