জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে বিজিবি’র পতাকা বৈঠকের পর কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ হলেও এখন পর্যন্ত সেখান থেকে নির্মাণসামগ্রী সরানো হয়নি।
মঙ্গলবার ভোরে বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উচনা সীমান্তের জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে পিছু হটে।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকে বসে। এরপর কাঁটাতারের বেড়া তুলে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএসএফ। বিএসএফ কাঁটাতারের বেড়া সরালেও এখন পর্যন্ত নির্মাণ সামগ্রী সরায়নি। তবে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। বিকেলে পতাকা বৈঠকে তারা কাজ বন্ধ করেন এবং যেটুকু বাঁশের খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে সরে নেওয়ার কথা বলেন। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে আমাদের ভালো যোগাযোগ আছে। তারা বিষয়টি অনুধাবন করেছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম