চাঁপাইনবাবগঞ্জ থেকে আবু সাঈদ আল জিহাদ এর বিশেষ প্রতিবেদনঃ আম এর রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। এই জেলায় জমে উঠেছে বিভিন্ন ধরনের আমের বাজার।
বিভিন্ন পরিদর্শনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা যায়, প্রতিবারের ন্যায় আমের দাম একটু বেশি থাকায় আম কেনার জন্য ও ক্রেতাদের উপচেপড়া ভিড় আম বাজারে।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিবারের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের দাম অনেক বেশি। বলেন, ঘূর্ণিঝড় আম্পান এ আমের ব্যাপক ক্ষতি হওয়ায় আমের দাম চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিছুটা বেশি।
তবে প্রতিবারের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত ও এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আম বাজার কানসাট বাজারের থেকেও জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পুরাতন বাজার।