বিতর্কিত মডেল তথা রিয়্যালিটি শো খ্যাত উরফির একটি ভিডিও সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িতে তোলা হয় উরফিকে।
শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিও দেখা যায়, একটি ক্যাফের বাইরে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন নারী পুলিশ। উরফিকে থানায় যেতে বলছেন এক পুলিশ সদস্য।
উরফি থানায় নেয়ার কারণ জিজ্ঞেস করলে এক পুলিশ সদস্য বলেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ তাদের বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলেন ওই দুই পুলিশ সদস্য। এর পরেই উরফিকে গ্রেপ্তারের জল্পনা উঠেছে।
তবে তাকে সত্যিই গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।
‘ভাইরাল ভায়ানি’ নামের এক পাপারাৎজ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও টি ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সোশ্যাল উরফির এই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন উঠেছে নেটিজেনের মনে। উরফির গ্রেফতারির এই ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনের একাংশ। কেউ কেউ অবশ্য উরফির ভিডিওকে মশকরা বলে উল্লেখ করেছেন। নেটিজেনরা সত্যতা নিয়ে বিভ্রান্ত। কারও মন্তব্য়, ‘মনে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও’। কেউ লিখেছেন, ‘হ্যাঁ আমারও প্র্যাঙ্ক বলেই মনে হচ্ছে’।
যদিও এই ভিডিও প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মুম্বই পুলিশ উরফির গ্রেফতারির বিষয়টি অস্বীকার করেছেন। জানানো হয়েছে, তাঁদের তরফে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর অনেকেই মনে করছেন, উরফির নতুন কোনও কাজের প্রোমোশান ভিডিও এটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম