কবি, গীতিকার,সাংবাদিক, অধ্যাপক- আনোয়ারুল ইসলাম
হি হি হি রি রি রি
ছেলেটির মেয়েটির হলো কি??
ওরা দু’জন নাকি এখন আগুন ফাগুন ভালোবাসে
মুখবইয়ের দেয়াল ঘেঁষে বন্ধুজনে মুচকি হাসে !
লন্ডভন্ড কান্ড শোনো
মেয়েটির প্রচন্ড প্রেমে পড়া জেনে
ছেলেটির প্রেম নাকি দূর্মূল্য পেঁয়াজ হয়ে উঠলো!
তাই মেয়েটিও নাকি এখন তার প্রেমকে
খাঁটি সরিষার তেলের মতো দুষ্প্রাপ্য করে তুলতে চায়….
ভান্ডকাৎ কান্ড শোনো
ওই অলৌকিক প্রেমই যেন
মেয়েটিকে ওই যমুনাতীরে
দেখেই ছেলেটি গেল পুরোই প্রেমে পড়ে !
আর কি অবাক তাতেই মেয়েটির
আনন্দ অহংকার এমন গেল বেড়ে
যেন সে মর্ত্য মাটি ছেড়ে
বনে গেল ওই স্বর্গের অছুঁই অধর দেবী টেবী!
ছেলেটি ভাবলো এ কি রে বাবা
এ কি অবতার আজব প্রেমিকা আজগুবি !
জীবনযৌবন সেতো দিতেই হবে জলাঞ্জলি
এক্কেবারে হবে সবই জলডুবি !
মেয়েটির এখন শুদ্ধ রুদ্ধ উতল উছল ঝড়ো হাওয়া ;
বদলে যাওয়া তার হৃদয়ের গল্প কওয়া…
ছেলেটির এখন হদ্দ বুদ্ধু আকুল অকুল প্রণয় চাওয়া..
মেয়েটির ও’ গল্পসুরে গান-কবিতার তরী বাওয়া….