আজমি তাহসিম ফুলটুসি। ৫ম শ্রেনীর ছাত্রী। পশু-পাখির প্রতি তীব্র ভালোবাসা থেকে সমন্বিতভাবে শুরু করেছে মুরগি ও ছাগল পালন।
ফুলটুসি বগুড়া শেরপুরে “সামিট স্কুল এন্ড কলেজে” পড়াশোনা করে। ছুটির দিনগুলো কিভাবে কাটাবে, এই চিন্তা থেকে ফুল মামুদ মামার থেকে ১৬ টি মুরগি কিনে নেয়। তিন মাস পড় তার মুরগির সংখ্যাও ১৬ টি আছে। মুরগির ডাক শুনে আনন্দে মেতে উঠে। প্রতিদিন সকলে স্কুলে যাওয়ার আগে ও স্কুল থেকে এসে মুরগি ও ছাগলকে খাবার দেয়।
একান্ত আলাপচারিতাই আজমি তাহসিন ফুলটুসি বলেন, আমার অবসর সময় কাটানোর জন্য মামাকে বলে ১৬ টি মুরগি কিনে নেই।আর টিফিনের টাকা জমিয়ে রেখে আমি ছাগল কিনে নেই।আমি এদেরকে নিয়ে খেলাধুলা করি।আমার চিন্তা আছে আমার খামার দিনদিন বড় করবো।
ফুলটুসির আব্বু বলেন, আমার মেয়ের ইচ্ছা সে মহাআকাশ গবেষক ও সফল উদক্তা হবে। ছোটবেলা থেকেই সে স্কুলের টাকা জমা রেখে ৫ টি ছাগল ক্রায় করেছে, ও তার মামার কাছে থেকে মুরগি কিনে খামারের চিন্তা করেছে ও বিজ্ঞান বই পড়তে ভালোবাসে।
এলাকাবাসী ছোট ফুলটুসির চিন্তায় খুশি হয়েছেন।এত কম বয়সে তার চিন্তায় প্রশংসা জানিয়েছেন তার আত্মীয়স্বজন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:৩২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি