শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘সাধারণ মানুষ সর্বস্ব নিয়ে, ধার-দেনা করে পুঁজিবাজারে আসে। তাই জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। যারা এ অনিয়মের সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের ক্ষমতা বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিএসইসির আইনি সক্ষমতা বাড়ানো এখন বিনিয়োগকারীদের দাবি।’
শিক্ষা উপমন্ত্রী গতকাল চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিনিয়োগকারী ও উদ্যোক্তা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করে।
নওফেল বলেন, ‘আমরা পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে চাই। উদ্দেশ্য সঠিক না হলে পুঁজিবাজার এগোবে না। ফড়িয়া ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই না। দক্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী চাই।’ তিনি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সকলকে জেনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দেন।
বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএসইসির কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান প্রমুখ।
পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক পুঁজিবাজারের বিনিয়োগকারী সেমিনারে অংশ নেন।