চলমান দুর্নীতিবিরোধী অভিযান আওয়ামী লীগ নিজের ঘর থেকেই শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন তার নিজের গতিতে চলবে, অপরাধী যেই হোক ছাড় পাবে না।
মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হয় সরকারের দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান। এর পর থেকেই একে একে পতন ঘটছে অন্ধকার জগতের গডফাডারদের। দলীয় পরিচয় ব্যবহার করে যারা নানা অনিয়মে জড়িয়েছেন বলা যায় দলগত ও প্রশাসনিক যুগপৎভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।
ন্যাম সম্মেলনে যোগদান শেষে আজারবাইজানে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক এ অভিযান নিজের ঘর থেকেই শুরু করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অপরাধ যেই করুক, যে দলেরই হোক তার বিরুদ্ধে আইন তার আপন গতিতে চলবে এবং তাই হচ্ছে। আমি কাউকেই ছাড় দিচ্ছি না। দলের কেউ অপরাধ করলেও সাথে সাথে শাস্তি পাচ্ছে। পর কে শিক্ষা দেয়ার আগে নিজের ঘর থেকেই শুরু করা উচিত এবং তাই করছি।
এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভুটানের সমস্যা থাকলে নেপালকে ভারত ও বাংলাদেশকে নিয়েই আন্তঃদেশীয় সড়ক সংযোগ চুক্তি বাস্তবায়নের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শনিবার বিকেলে দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সাংস্কৃতিক বিনিময় ইস্যুতে একটি চুক্তি স্বাক্ষর করে আজারবাইজান ও বাংলাদেশ।
এছাড়া আজারবাইজানের বাকুতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।