স্পোর্টস ডেস্কঃ হিমালয় কন্যাদের হারিয়ে, স্বপ্ন চূড়ায় বাংলাদেশ। যেই আভা এখন লাল-সবুজের পতাকাকে করেছে আরও উজ্জ্বলতর। আনন্দ উল্লাস ছড়িয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরবেন চ্যাম্পিয়নরা। তাদের ঘরে ফেরা রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সরকার, দেশের মানুষ। এবার ছাদখোলা বাসের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন বাঘিনীদের।
‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনিকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই’—নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আবেগতাড়িত এক বিবৃতিতে ছাদখোলা বাসের কথা টেনে আনেন সানজিদা আখতার।
যে বিবৃতিজুড়ে কেবল নিজেদের অনুপ্রেরণা জোগানোর চেষ্টাই ছিল। সানজিদারা ঠিকই সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো জিতে নিয়েছে সাফের শিরোপা। বাঘিনীদের এমন ঐতিহাসিক কীর্তির পর তাদের ছাদখোলা বাসের স্বপ্ন পূরণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব স্তরে দাবি ওঠে।
ফুটবলার ও সাধারণ মানুষের দাবি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাসের। সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি ডাবল ডেকার বাস প্রস্তুত করা হয় সাবিনাদের জন্য।
বিআরটিসির সূত্র জানা গেছে, নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবল দলের সদস্যদের ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করে ক্রীড়া মন্ত্রণালয়। তারা বিআরটিসির সঙ্গে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতেই যোগাযোগ করে। বিআরটিসি কোনো রকম দ্বিধা না করেই সংস্থার একটি বাসের ছাদ কেটে নারী ফুটবল দলের দেশে ফেরার উদ্যাপনটি রাঙাতে তৎপর হয়। রাজধানীর কমলাপুর বিআরটিসি টার্মিনালে একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয় আজ সকাল থেকে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানান মতিঝিল ডিপোর কর্মকর্তারা
বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও নিশ্চিত করেছেন। এর আগে গতকাল তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘সাবিনাদের আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে। আমাদের দেশে যদিও ছাদখোলা কোনো বাস নেই ঢাকায়; তারপরও আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাদের ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা আমরা দেব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের আমরা নিয়ে যাব। তাদের মনের আশা পূরণ করব।’
এর আগে অবশ্য সাফ চ্যাম্পিয়নশিপ তারকা কৃষ্ণা রানী ফেসবুকে ছাদখোলা বাসে শিরোপা উদ্যাপনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এমন মুহূর্তের অপেক্ষায়।’