জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কার্যকরী ভূমিকা না রাখার ব্যর্থতাকে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার এস এম সাজ্জাত আলী।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে ডিএমপি অপেশাদার আচরণ করেছে।”
ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে অচিরেই ঢাকা শহর চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। নাজুক ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। পদক্ষেপ নেয়া হবে ছিনতাই বন্ধেও। চাঁদাবাজিকে নিত্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কাউকে চাঁদা না দিতে আহ্বান জানান তিনি।
তবে রাজধানীবাসীর সহযোগীতা ছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার।
আজ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৪৪ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি