নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন টিম সাউদি। ঘরের মাঠে চলমান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের নেতৃত্বেও রয়েছেন তিনি। বল হাতে দেশের হয়ে তার নানান রেকর্ড থাকলেও এবার তিনি ব্যাট হাতে গড়লেন অনন্য নজির।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং রেকর্ড স্পর্শ করে ফেলেন। সাউদি লোয়ার অর্ডারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ হিটার হিসেবে পরিচিত।
গতকাল শনিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে তিনি ১৮ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। তার ছোট্ট এই ইনিংসে হাঁকান দুটি ছক্কা। যা কিনা টেস্ট ক্যারিয়ারে ৭৮তম ছক্কা। আর এই ছক্কার হাত ধরেই ধোনিকে স্পর্শ করেন টিম সাউদি। এখন কেভিন পিটারসেন এবং ম্যাথু হেডেনের নজির স্পর্শ করার অপেক্ষায়। কেভিন পিটারসেন টেস্ট ক্যারিয়ারে মোট ৮১টি ছক্কা হাঁকিয়েছেন। আর ম্যাথু হেডেন হাঁকিয়েছেন ৮২টি ছক্কা।
এদিকে আরো একটি রেকর্ড গড়েন সাউদি। এ টেস্টের প্রথম দিন বেন ডাকেটের উইকেট শিকার করে সাউদি। তাতে করে প্রথম নিউজিল্যান্ড বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। তবে এবারের টেস্টেও ভালো অবস্থানে নেই নিউজিল্যান্ড। ঘরের মাঠে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর ধারণা করা হয়েছিল দ্বিতীয় টেস্টে হয়তো ঘুরে দাঁড়াবে। তবে তা আর হয়নি। এ ম্যাচে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ৪৩৫/৮ ডিক্লেয়ার করে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৩৮ রানে ৭ উইকেট হারিয়ে চাপে রয়েছে।