চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবার এশিয়া কাপের মিশনে যাচ্ছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটিই জানান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
এশিয়া কাপের পর্দা উঠছে ৩০ আগস্ট। টুর্নামেন্টে অংশ নিতে রোববার (২৭ আগস্ট) সাকিব আল হাসানের নেতৃত্বে দেশ ছেড়েছে বাংলাদেশ। দুপুর ১২টা ৫৫ মিনিটে কলোম্বোর বিমানে চেপেছে দল।
তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’
দলের সদস্যরা সবাই দেশ ছাড়লেও শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে যাননি লিটন দাস। জ্বর হওয়ার কারণে সুস্থ্ হওয়া সাপেক্ষে দেশ ছাড়বেন এই উইকেট রক্ষক ব্যাটার।
৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপের মিশন। টুর্নামেন্ট শুরু আগে এবারে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না টাইগাররা। ক্যান্ডিতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম