চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকের দিনে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় এবং সাতের অধিক জন পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় থাকতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত সরকারি হাসপাতাল সরজমিনে গেলে দেখা মেলে ডেঙ্গু আক্রান্ত তিন রোগীকে চিকিৎসাধীন অবস্থায়। আক্রান্ত রোগীরা হলেন উপজেলার সিংহঝুলী ইউনিয়নের বলিদাপাড়ার দাউদ হোসেন (৫৪), গুয়াতলীর সফিকুল ইসলাম (৩৫) এবং চৌগাছা ছারা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী চৌগাছা কালিতলার আলী হোসেনের মেয়ে রিমি (১২)। জানা যায়, পরীক্ষা-নিরীক্ষায় গতকাল ও আজকে এই তিন রোগীর ডেঙ্গু ধরা পড়ে।
সরেজমিনে আরও দেখা যায়, কয়েকদিন ধরে জ্বরে ভূগে ডেঙ্গু টেস্টের জন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায় আরও (৭-১০) জন রোগীকে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের অপেক্ষায় থাকা জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে সাক্ষাৎকৃত রোগীরা হলেন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান (৭০), হাজরাখানার হুসাইন (২৭), পেটভরা গ্রামের মিন্টু (৩০), সলুয়া গ্রামের ইকবাল হোসেন (৩২), নারায়নপুরের ইনতাজ আলী (৪৮), গুয়াতলীর আব্দুর রহিম (৪০), রাহাদ আলী (৬৫)।