চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এক জরুরী সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের হল রুমে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, সহকারি কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপির চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরী, সিংহঝুলী ইউপির চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, সুখপুকুরিয়া ইউপির চেয়ারম্যান তোতা মিয়া, সদর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, জগদীশপুর ইউপির চেয়ারম্যান তবিবর রহমান খান, পাতিবিলা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান লাল, ধূলিয়ানী ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান, পাশাপোল ইউপির চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, কৃর্ষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি কর্মকর্তা আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, সাব-রেজিষ্টার নারায়ন চন্দ্র মন্ডল, মৎস্য কর্মকর্তা এস এম সাজাহান সিরাজ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সালমা চৌধূরী, পিআইও কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়াংকা সাহা, পৌর সচিব গাজী আবুর কাসেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সকল ইউনিয়নের সচিবগণ।