ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে একেবারেই ধরা পড়ছে না ইলিশ। কিন্তু ভারতীয়দের ইলিশ খাওয়া বন্ধ নেই। শুক্রবার পেট্রোপোল সীমান্তে চোরাই ১২৬ কেজি ইলিশের বড় একটি চালান আটক করেছে বিএসএফ। জানা গেছে, ভারতে নিয়মিতই পাচার হচ্ছে ইলিশ। আর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানিতে রযেছে নিষেধাজ্ঞা। টাইমস অব ইন্ডিয়া।
বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা এই চালান জব্দ করেন। বেআইনি পথে ইলিশ আনার অভিযোগে বিপ্লব শীল নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাকচালক বিপ্লব শীলকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বিএসএফের ডিআইজি (দক্ষিণবঙ্গ) এস এস গুলেরিয়া জানান, গত কয়েক বছরে বৃহত্তম এবং চলতি বছরেও এই প্রথম এক দফায় এত বিশাল পরিমাণ বাংলাদেশি ইলিশ জব্দ করা হলো। ট্রাকসহ চালক এবং ইলিশ স্থানীয় পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
বিএসএফের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতে ফেরার সময় ওই ট্রাকটিতে ইলিশ ভর্তি ৯টি ব্যাগ তুলে দেওয়া হয়। আর তা রাখা হয় চালকের আসনের নিচে। এরপর পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর ওই ট্রাকটিতে রুটিন তল্লাশির পরই এই ইলিশ পাওয়া যায়।
বাংলাদেশ থেকে এই ইলিশ নিয়ে আসার জন্য চালকের কাছে শুল্ক বিভাগের কোনো ছাড়পত্র ছিল না। ওই ইলিশ ভারতীয় পাড়ে পৌঁছে দেওয়ার জন্য ওই চালক ৫ হাজার রুপি পারিশ্রমিক হিসেবে পান বলে জানা গেছে।