স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম চোটে পড়েছেন। বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেস ট্রেনিং করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান মুশফিক। সেখানে ছয়টি সেলাই করতে হয়েছে।
বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্রে জানা যায়, সেলাই খুলতে ৭-৮ দিনের বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এখন সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে মুশফিকের। ১৪ দিন বিশ্রামে থাকতে বলা হয়েছে তাঁকে।
জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ব্যস্ত সময় পার করছে, ঠিক সে সময় ফিটনেস নিয়ে কাজ করছিলেন মুশফিক। কিন্তু উটকো চোটে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো জাতীয় দলের এ ক্রিকেটারকে। তবে স্বস্তির খবর হচ্ছে, আঘাত গুরুতর নয়।
আগামী নভেম্বরের আগ পর্যন্ত জাতীয় দলের ব্যস্ততা টি-টোয়েন্টি ঘিরে। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
আপতত মুশফিকের জাতীয় দলে ব্যস্ততা নেই। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে। রাজশাহী বিভাগের হয়ে খেলার কথা তাঁর।