চরম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। এখন রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক সব মহলে চেষ্টা চালানো হচ্ছে। এরই মাঝে চীন জানিয়েছে, যদি রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যায় তাহলে প্রতি পরিবারকে ছয় হাজার ডলার অর্থ সাহায্য দেবে তারা। এমনটাই জানিয়েছে ইন্দোনেশিয়ার বেনারনিউজ।
সৈয়দ উল্লাহ বেনারনিউজকে জানান, ‘ফিরে যেতে রাজি হলে চীনের পক্ষ থেকে প্রতিটি রোহিঙ্গা পরিবারকে ছয় হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুন। তবে রোহিঙ্গারা তার এই অর্থ সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, রোহিঙ্গা হিসেবে নাগরিকত্ব না দিলে এবং প্রত্যাবাসনের আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত না করা হলে তারা রাখাইনে ফিরে যেতে রাজি নন।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন বেনারকে বলেন, ‘চীনা সরকারের প্রতিনিধির সাথে রোহিঙ্গাদের সভা সম্পর্কে আমরা অবগত। আমরাই সভাটি করার ব্যবস্থা করে দিয়েছি।’
চীন সরকারের বিশেষ দূত সুন গোজিয়াং সভায় চীনের প্রতিনিধিদের নেতৃত্ব দেন উল্লেখ করে তিনি বলেন, ‘তারা প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গাদের দাবি নিয়ে আলোচনা করেছেন।’
দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের পরিচালক আলাউদ্দীন ভূঁইয়া সংবাদমাধ্যমটিকে জানান, সুনের নেতৃত্বে ছয় সদস্যের চীনা প্রতিনিধিদলের মধ্যে ছিলেন মিয়ানমারে চীনা দূতাবাসের দুই কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এবং ঢাকা দূতাবাসের এক কর্মকর্তা।