চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে দিনদিনই কমছে দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্যের পরিমাণ। ধীরগতিতে চলছে আকাশপথে পণ্য আমদানি রফতানির হাব হিসেবে পরিচিত চীনের হেনান প্রদেশের ঝেংঝউ শহরের কার্গো কোম্পানিগুলোর কার্যক্রম। যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্যের আমদানি কমে যাওয়ায় ফাঁকা হয়ে গেছে বন্দরগুলো।
কিন্তু চীন মার্কিন দ্বন্দ্বে দিনদিনই বাণিজ্যের পরিমাণ কমছে দুই দেশের। নেতিবাচক প্রভাব পড়ছে এ শহরের আন্তর্জাতিক বাণিজ্যে।
গুও লিমিন বলেন, এই বাণিজ্য যুদ্ধে গতবছর আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। মার্কিন অনেক পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। আগে বিশটি ফ্লাইটে ফল আসতো। এখন কানাডা থেকে সেগুলি আমদানি করছি। মার্কিন কৃষিপণ্যের বাজারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ওয়্যারহাউজ কর্তৃপক্ষ জানায়, গেলো বছর তাদের আমদানি কমেছে ১০ শতাংশ, ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে রফতানি। শুল্কারোপের কারণে বাণিজ্যে তৈরি হয়েছে স্থবিরতা।
গুও লিমিন বলেন, চীনের পোশাক খাতেও ধীরগতি এসেছে। এক্ষেত্রে শ্রমিকদের মজুরী বেড়েছে, কিন্তু পণ্যের দাম বাড়ে নি। তার উপর শিল্প কারখানা পরিবেশ দূষণ করছে। রফতানি খাত পরিবর্তনের চেষ্টা করছি। সবুজ শিল্প আর সেবাখাতও প্রসারিত করার চেষ্টা করে যাচ্ছি।