আন্তর্জাতিক ডেস্কঃ রানওয়েতে ছিটকে পড়ে চীনে ১১৩ জন যাত্রীসহ একটি প্লেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি।
প্রতিবেদনে বলা হয়, ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নাইংচির দিকে যাচ্ছিল। কিন্তু একজন ক্রু অস্বাভাকি কিছু লক্ষ্য করার পর প্লেনটির উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে যায় প্লেনটি। প্রায় সঙ্গেসঙ্গেই তাতে আগুনও ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় প্লেনের যাত্রীদের কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে দুর্ঘটনাগ্রস্ত প্লেনটি থেকে নিরাপদেই বেঁচে ফিরেছেন সবাই।
এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেনটির পাখা দুইটি জ্বলছে। এসময় আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে অন্যত্র সরে যায়। তবে যারা অল্প আঘাত পেয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন ও তারা সবাই মারা যান।