আন্তুর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হাসপাতালের ভূমিধসে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনার ঘটে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে এক হাজারের বেশি ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে প্রাদেশিক সরকার।
সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। উদ্ধারকারীরা ১৪টি মৃতদেহ এবং তিনজন আহত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। আহত তিনজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এর আগে গত বছরের ডিসেম্বরে, শানসি প্রদেশে একটি প্লাবিত কয়লা খনি থেকে দুই শ্রমিক নিহত এবং আরও বিশ জনকে উদ্ধার করা হয় ।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চল গুইঝৌ চীনের অনুন্নত প্রদেশ গুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা ও কর্মকর্তাদের অদক্ষ পরিচালনা নীতির কারণেই চীনে খনি ও নির্মাণস্থাপনা এলাকা এবং কল-কারখানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।