আন্তর্জাতিক ডেস্ক: চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে ২ থেকে ৩ জন আহত হয়েছেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২ জন।
গতকাল সোমবার (২১ নভেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ১১টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।