নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে অন্বেষণ কর্তৃক কৃতী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১/০৭/২০২৩ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় চিলাহাটি সরকারী কলেজ অডিটেরিয়ামে এ অনুষ্ঠিনটি শুরু করা হয়। অনুষ্ঠানটিতে এস.এস.সি এবং এইচ.এস.সি তে জিপেএ-৫ প্রাপ্তদের, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ও মেডিক্যালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের এবং সরকারী চাকুরীতে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন (ডোমার- ডিমলা) নীলফামারী-১ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দীন সরকার, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুজ্জামান উপজেলা সহকারী শিক্ষা অফিসার (দেবীগঞ্জ, পঞ্চগড়)।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব জান্নাতুন ফেরদৌস হ্যাপি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডোমার-নীলফামারী, সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ আল ইমারন, উপজেলা মৎস কর্মকর্তা (বোদা, পঞ্চগড় ও উপদেষ্টা অন্বেষণ)।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান (বকুল) সাধারণ সম্পদক বাংলাদেশ আওয়ামীলীগ ১ নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ রাশেদুজ্জামান (অধ্যক্ষ) চিলাহাটি সরকারী কলেজ।
জানা যায় অন্বেষণ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৪ সালে থেকে প্রতি বছর অত্র এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এভাবে কৃতী সংবর্ধনা দিয়ে আসছে। তাছাড়া সমাজে অবহেলিত পিছিয়ে পড়া জনগণকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতে করে আসছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি