কোয়ালকমকে পেছনে ফেলে চায়নায় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে উঠে এসেছে হুয়াওয়ে। সেমিকন্ডাক্টর শিল্পের গবেষনা প্রতিষ্ঠান সিআইএনএনও দ্বারা প্রকাশিত ২০২০ সালের প্রথম প্রান্তিকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
গুগলের সাথে চুক্তি বাতিল হওয়ার পর স্মার্টফোন বাজারে চাহিদা কমে গেছে হুয়াওয়ের। এর বিপরীত চিত্র হুয়াওয়ে মালিকানাধীন চিপ নির্মাতা প্রতিষ্ঠান হাইসিলিকন এর। প্রতিষ্ঠানটি কোয়ালকমকে ছাড়িয়ে চীনে স্মার্টফোনের জন্য এসওসি সিস্টেম এর বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে।
সিআইএনএনও এর প্রতিবেদনে দেখা যায়, এবছরের প্রথম প্রান্তিকে হাইসিলিকন বাজারের ৪৩.৯ শতাংশ শেয়ার নিশ্চিত করে। যা গত প্রান্তিকে ছিল ৩৬.৫ শতাংশ। গত প্রান্তিকে কোয়ালকমের শেয়ারের পরিমান ছিল ৪৮.১ শতাংশ। যা এ বছর নেমে দাড়িয়েছে ৩২.৮ শতাংশ।
এছাড়া গত প্রান্তিকের মতই ২য় ও ৩য় অবস্থান ধরে রেখেছে যথাক্রমে মিডিয়াটেক ও অ্যাপল। তবে গত বছরের তুলনায় এবছরের শেয়ার এর পরিমান কমেছে। অ্যাপল এর এবছরে শেয়ার এর পরিমান ৮.৫ শতাংশ এবং মিডিয়াটেক এর শেয়ার এর পরিমান ১৩.১ শতাংশ।