পেটব্যথার সমস্যার জন্য চিকিৎসা নিতে আজ শনিবার লন্ডনে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। বেশ কয়েকদিন ধরে পেটের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল।
আজ শনিবার (২৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এমিরাটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।
এসময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান।
জানা গেছে, প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডনে যাবেন দেশসেরা এই ওপেনার। লন্ডনে গিয়ে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে তামিমকে। এর মধ্যে নভেল করোনাভাইরাসের কোনো উপসর্গ না দেখা গেলে ডাক্তারের কাছে যাবেন বাংলাদেশ অধিনায়ক।
উল্লেখ্য, চিকিৎসার জন্য একাই লন্ডন যাত্রা করছেন তামিম। তার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। পেটের সমস্যা শুরু হওয়ার পর ঢাকায় বেশ কয়েকটি টেস্ট করিয়েছিলেন বাম-হাতি এই ওপেনার। যদিও সমস্যা স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত বিদেশি চিকিসৎকদের শরণাপন্ন হলেন তিনি।
নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে পৌঁছে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে তামিমকে। এর পর চিকিৎসা নেবেন তিনি।