তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চা শ্রমিক এক অন্ধ প্রতিবন্ধী শিল্পী পাচ্ছেন ৪ লক্ষ টাকা ব্যয়ে সকল প্রকার সুযোগসুবিধা সম্পন্ন পাকা ঘর।
গতকাল শনিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় এই ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে উপজেলার কালীঘাট ইউপি সোনাছড়া চা বাগানের বাসিন্দা দৃষ্টিহীন অসহায় প্রতিবন্ধী শিল্পী বিশ্বেশ্বর বন বংশী (৪৬) কে এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
জাতীয় সমাজকল্যাণ অধিদপ্তর পরিষদের অর্থায়নে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ঘরটি।
নির্মানাধীন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, জাগছড়া চা বাগানের ব্যবস্থাপক নুরনবী চৌধুরী, শ্রীমঙ্গলের ছাত্রলীগ, যুবলীগ সহ সংবাদকর্মীবৃন্দ।
এসময় আব্দুস শহীদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীন মানুষদের গৃহ ছাড়া একটি মানুষ থাকবে না এরই ধারাবাহিকতায় ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। দেশের কোন মানুষ থাকা-খাওয়ায় কষ্ট করবে সেটা বঙ্গবন্ধু চাননি। তাই তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করছেন। সপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলছে বিশ্বর দরবারে।