চা শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে হবিগঞ্জের চুনারুঘাট-মাধুপুর পুরাতন হাইওয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত চুনারুঘাট উপজেলায় ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) চণ্ডীছড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
জানা যায়, ছয় সপ্তাহের মজুরি বকেয়া থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য বাগানে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এরই জেরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাগান সংলগ্ন চুনারুঘাট-মাধুপুর পুরাতন হাইওয়ে রোডে অবস্থান করেন ২০০ থেকে ৩০০ চা শ্রমিক নারী পুরুষ। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ করলে কাজে যোগদান করবেন চা শ্রমিকরা।
এতে উপস্থিত ছিলেন চণ্ডীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত ভ্রমণ ও সাধারণ সম্পাদক সাধন মৃধা।
প্রসঙ্গত, ৫ আগস্ট সরকার পরিবর্তনের কারণে এনটিসি বাগানে চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। ফলে উক্ত বাগানে সমস্যা সমাধানের বিষয়ে জটিলতা হয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় এনটিসি বাগানগুলোর চেয়ারম্যান নির্বাচিত করা হবে। ফলে জগদীশপুর চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, চণ্ডীছড়া চা বাগান, সাতছড়ি চা বাগান, পারকুল চা বাগানের সমস্যা সমাধানে আসতে পারে নতুন মাত্রা।
আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি