চাল-আলুর পর ভারত থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ২৭ ট্রাক (৭৭১.৩০০ মেট্রিক টন) পেঁয়াজ আমদানি করা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানির মূল্য পড়েছে ৯২ থেকে ৯৩ টাকা। মঙ্গলবার (১২ নভেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে আসে পেঁয়াজের এ চালান। যা দেশের বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৯৫ থেকে ১০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে।
এর আগে দীর্ঘ ২০ মাস পর সরকার গত ৩১ অক্টোবর ভারত থেকে চাল আমদানিতে পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের প্রথম চালান দেশে প্রবেশ করে। স্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল ভারতীয় তিনটি ট্রাকে প্রায় ১৩১ মেট্রিক টন চাল আমদানি করে। এ পর্যন্ত ৩৩ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন আমদানিকারকরা।
এছাড়া এই স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভারত থেকে ৭১ ট্রাকে আলু এসেছে ১ হাজার ৮১৮ টন। সর্বশেষ শনিবার ৭৪ ট্রাকে এসেছে ১ হাজার ৮৫৩ টন আলু।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি