কারণ ছাড়াই ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৭ টাকা পর্যন্ত। আর পোলাও চালের দাম বেড়েছে ১৪ টাকা। ভরা মৌসুমে দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের কারসাজিকে দায়ী করেন পাইকারী ব্যবসায়ীরা।
অপরদিকে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছে।ধানের ভরা মৌসুমের মধ্যে গেল দুই মাস আগে চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়ে যায় প্রায় সব ধরনের চালের দাম। সরকারের হস্তক্ষেপে দুই থেকে তিন টাকা কমলেও আবারও চড়া চালের বাজার। সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবির হিসাবে, অন্যান্য চালের পাশাপাশি চিকন চালের দাম বেড়েছে পাঁচ টাকা আর নাজিরশাইল ও মিনিকেটের দাম বেড়েছে কেজিতে সাত টাকা।নওগাঁর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে মিনিকেট বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪২ টাকা দরে, চলতি সপ্তাহের তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়।রাজধানীর চালের সবচেয়ে বড় আড়ত বাবুবাজার। এখানের ব্যবসায়ীরা জানান, ধানের মওসুমেও বেসামাল হয়ে উঠছে বাজার।রাজধানীর কারওয়ান বাজারে পাইকারী ও খুচরা পর্যায়ে চালের দাম আরও চড়া। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা।বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান।চালের মূল্য মকারসাজির খলনায়কদের শাস্তি নিশ্চিত ও দাম ভোক্তার নাগালে আনার দাবি সাধারণ মানুষের।সূত্র : আর টি ভি