চট্টগ্রামের একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার মামলায় এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জানা গেছে, শিক্ষক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসার শিক্ষকতা করতেন। পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বে ছিলেন তিনি।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
এ বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদ আলম বলেন, রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর ওই মাদরাসার ৪ শিশু শিক্ষার্থী নাছির উদ্দিনের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দিনের নামে মামলা করেন। তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২২ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
অবশেষে ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) এ রায় দিলেন আদালত।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি