তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের চা বাগান ও পাহাড়ী জনপদে অপরূপ সৌন্দর্যে ভরপুর এলাকায় ‘বেঙ্গল কনভেনশন হল হাফ ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও রানার্স ক্লাবের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় ৬০০ রানার অংশ গ্রহণ করেন।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬ ঘটিকায় মৌলভীবাজার পৌর মেয়র চত্তর থেকে নারী-পুরুষের অংশগ্রহনে একসাথে ২১ কিলোমিটার এবং ১০ কি:মি: দূরত্বের হাফ ম্যারাথন শুরু হয়। হল হাফ ম্যারাথন ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, দেশের অন্যতম পর্যটন জেলা ও চায়ের রাজধানীতে পাহাড়ী জনপথ ও চা বাগানের ভেতর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র চত্তর থেকে দু’টি ধাপে যথাক্রমে নারী-পুরুষের অংশগ্রহনে একসাথে ২১ কি:মি: এবং ১০ কি:মি: দূরত্বে হাফ ম্যারাথন শুরু হয়। ১০ কি:মি: অংশগ্রহনকারীরা গায়ে নীল রং টি শার্ট এবং ২১ কি:মি: হাফ ম্যারাথনে অংশগ্রহনকারীর গায়ে সবুজ রং টি শার্ট ছিল।
১০ কি:মি: হাফ ম্যারাথন পৌর মেয়র চত্ত্বর থেকে শুরু হয়ে বর্ষিজোড়া ইকোপার্ক সড়ক হয়ে দেওড়াছড়া চা বাগানের ভেতর ‘একাত্তর বধ্যভূমি’ হয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আসে। ২১ কি:মি: হাফ ম্যারাথন একই স্থান ও একই সময়ে শুরু হয়ে বর্ষিজোড়া ইকোপার্কা সড়ক হয়ে দেওড়াছড়া চা বাগান পাড়ি দিয়ে ‘ছয়সিড়ি দিঘি’ হয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে আসে।
বধ্যভূমি ও ছয়ছিড়ি দিঘির ইউটার্ন পাড়ি দেয়া প্রত্যেক অংশগ্রহনকারীর হাতে বেল্ট পড়িয়ে দেয়া হয়। রানাররা চা বাগান ও পাহাড়ী জনপথ পাড়ি দিয়ে সমাপ্তির স্থান মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পৌঁছলে তা শেষ হয়। এ সময় রানারদের বিবস নাম্বার দেয়া হয়।
পরে দু’টি গ্রুপে ১০ কি:মি: হাফ ম্যারাথনে ৩ জন নারী ও ৩ পুরুষ এবং ২১ কি:মি: হাফ ম্যারাথনে ৩ জন নারী ও ৩ পুরুষ সহ মোট বিজয়ী ১২ জনকে পুরষ্কার তোলে দেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অংশগ্রহনকারী প্রত্যেককে মৌলভীবাজার জেলা ব্রান্ডিং ‘চা কন্যা’ ক্রেস্ট দেয়া হয়।
আয়োজক কর্ণধার ইমন আহমদ জানান, ১০ কিলোমিটার ম্যারাথন (পুরুষ) রংপুরের সাজ্জাদ হোসেন স্নিগ্ধ ১ম হন। তাঁর ১০ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগে ৩৮ মিনিট। ১০ কিলোমিটার ম্যারাথন (নারী) সিলেটের নাছরিন বেগম ১ম হন। ১০ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগে ৫৫ মিনিট।
২১ কি:মি: ম্যারাথন (পুরুষ) নৌবাহীনীর সদস্য আসিব বিশ্বাস ১ম হন। তিনি ১ ঘন্টা ১৭ মিনিটে ২১ কি:মি: পাড়ি দেন। ২১ কি:মি: ম্যারাথন (নারী) বগুড়ার মৌসুমি আক্তার এপি ১ম হন। ২১ কি:মি: পাড়ি দিতে তাঁর সময় লাগে ২ ঘন্টা ৩ মিনিট।
১০ কি:মি: পথ ১ ঘন্টা ৪০ মিনিট ও ২১ কি:মি: পথ ৩ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে যে সকল রানার পৌঁছান তাদের সকলকে মৌলভীবাজার জেলা ব্রান্ডিং ‘চা কন্যা’ ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়াও এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অন্যতম পর্যটন জেলা, খনিজ সম্পদে ভরপুর, প্রবাসী অধ্যুষিত, চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলাকে বিশ্বব্যাপী সবার কাছে তুলে ধরাটাই মুল উদ্দেশ্য।