আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ চাদে উত্তরাঞ্চলের স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই শ্রমিকের তর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে তিনি জানান। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ওই সংঘাতে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছে। রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় ১০ বছর আগে জায়গাটিতে সোনার খনি আবিষ্কার হলে চাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে খনিশ্রমিকরা সেখানে ভিড় জমাতে থাকেন এবং প্রায়ই তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সর্বশেষ সংঘর্ষ মৌরিতানিয়ান ও লিবিয়ানদের মধ্যে সংঘটিত হয়েছে।
চাদের প্রতিরক্ষামন্ত্রী ঘটনাস্থল থেকে জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৬০ সালে মধ্য পশ্চিম আফ্রিকার দেশ চাদ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে তিবেস্তি অঞ্চলটি জাতিগত সমস্যা এবং বিদ্রোহ লালনপালন করার জন্য কুখ্যাত।