আফ্রিকার দেশ চাদে সেনাবাহিনীর অভিযানে বোকো হারামের কমপক্ষে ১ হাজার জঙ্গি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বারমেনদোয়া আগৌনা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ৩১ মার্চ বোকা হারামের হামলায় ১০০ সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই সেনা অভিযান চালানো হয়। ১০ দিনের এই অভিযানে বোকো হারামের কমপক্ষে এক হাজার জঙ্গি ও ৫২ সেনা সদস্য নিহত হয়েছেন।
চাদ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, চাদ হ্রদের সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গিদের অস্ত্র সজ্জিত বেশ কিছু গাড়ি ধ্বংস করা হয়।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজেম আগৌনা বলেন, বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন। সংগঠনটি আল-কায়েদার মতো পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে ছিল বলে তিনি জনান।
উল্লেখ্য, ২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ার অভ্যন্তরে বোকো হারাম বিদ্রোহে ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় ২ মিলিয়ন তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
সূত্র: আল জাজিরা।
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি