আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এর বিশেষ প্রতিবেদনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম মার্শাল আর্ট শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমী এর উদ্দোগে সরকারী কর্মচারী, সাংবাদিক, চিকিৎসক, সশত্র বাহিনি, ও পুলিশ সহ সকল করোনা (কোভিড-১৯) যোদ্ধাদের জন্য হাত তালি কর্মসুচি ও করোনায় মৃতদের জন্য ১মিনিট নিরাবতা পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, পলাশ। গোলাম জীবন কাদের বিশ্বাস ডিউক (সহ সভাপতি চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমী)
(চাঁপাইনবাবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা) এর সাধারন সম্পাদক জনাব, আব্দুল হান্নান রজু, (চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমী এর কোচ ও সাধারন সম্পাদক) রাজু আহমেদ, (বাংলাদেশ জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এর সভাপতি) মো. আব্দুল মজিদ সহ গণমাধ্যম কর্মী আবু সাঈদ আল জিহাদ (জেলা প্রতিনিধি ডিজিটাল বাংলা), আতিকুর রহমান (সম্পাদক স্বাধীন সমাচার), শ্রী রাহুল কুমার হালদার (শিশু প্রতিনিধি স্বাধীন সমাচার), (ডিবিশি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি) মো. জহরুল ইসলাম। সহ উক্ত একাডেমী এর সকল শিক্ষার্থীবৃন্দ।
সাধারন সম্পাদক রাজু আহমেদ জানান, করোনা চলাকালীন বাংলাদেশ এর সকল সেচ্ছাসেবক সরকারী কর্মচারী, সাংবাদিক, চিকিৎসক, শসত্র বাহিনী, পুলিশ সহ সকলের অবদানের কারনে আমাদের এই আয়োজন। এবং করোনা শহীদ দের পরিবার ও তাদের রুহের প্রতি সমবেদনা ও ১মিনিট নিরাবতার আয়োজন করা হয়।