চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ শুক্রবার ১৮/০৯/২০২০ তারিখ চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর আয়োজনে ৫ম বারের কারাতে কিউ ও ১ম বারের মত কারাতে ড্যান পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিক্ষায় প্রধান অতিথি এবং প্রধান পরিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কারাতে দল এর সফল কোচ, বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার রাজশাহি বিভাগীয় প্রধান সেন্সাই ফরমান আলী (ব্লাক বেল্ট ৩য় ড্যান বি.কে.এফ), সহকারী হিসেবে উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক আবু সাঈদ আল জিহাদ, উপস্থিত ছিলেন মোঃ সাবিরুল ইসলাম (ব্লাক বেল্ট বি.কে.এফ), আবুজার গিফারী (সাংগঠনিক সম্পাদক সি.কে.ডি.এ.বি), স্বাগোত চট্রপাধ্যায় বৃন্ত(ক্রীড়া সম্পাদক সি.কে.ডি.এ.বি), রাগিব আঞ্জুম(দপ্তর সম্পাদক সি.কে.ডি.এ.বি), আতিকুর রহমান (সদস্য সি.কে.ডি.এ.বি) প্রমূখ সহ চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর ছাত্র-ছাত্রী বৃন্দ।
এ সময় অত্র একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক জানান, কারাতে করে বাড়ে বল মাদক ছেড়ে কারাতে খেলতে চল এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর পথ চলা। আমরা ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দূরে রাখা, মোবাইল এর নেশা থেকে দূর রাখা এবং দেশের হয়ে আন্তর্জাতিক খেলোয়াড় তৈরীর জন্য কাজ করে যাচ্ছি তবে সকলের সকলের দুয়া প্রার্থী যেন ভবিষ্যতে অত্র একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং বাংলাদেশ এর নাম উজ্জ্বল করতে পারি।
এবং তিনি আরো বলেন, আপনাদের ছেলে মেয়ের কে মাদক থেকে দূরে রাখতে, একজন সেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে এবং একজন আন্তর্জাতিক খেলোয়াড় তৈরী করতে খেলা ধুলার প্রতি আকৃষ্ঠ করুন।