চাঁপাইনবাবগঞ্জ, আবু সাঈদ আল জিহাদ এর প্রতিবেদনঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে প্রতিদিনই চলছে বাজার মনিটরিং, অভিযান, জেল-জরিমানা ও শাস্তি প্রদান।
অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে, করোনা প্রতিরোধক সরকারি নির্দেশনা, নিয়ম নীতি গ্রাম অঞ্চলে মানছে না কেউ। সন্ধ্যার পর দোকানপাট খুলে রাখা, অপ্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডাবাজি চলছে গ্রাম অঞ্চলে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি দল গ্রাম অঞ্চলে অভিযান চালায়।এক্সিকিউটিভি ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার নতুনহাট এলাকা থেকে শুরু করে শেখ হাসিনা সেতু, হায়াত মোড়,বাগডাঙ্গা ও দেবীনগর হয়ে অভিযানটি শেষ হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করায়, ৫ জনকে ২০০ টাকা করে, ২ জনকে ১ হাজার টাকা করে একজনকে ১ হাজার টাকা, ১ জনকে ২০০ টাকা, সড়ক পরিবহন আইনে ১ জনকে ৫০০ টাকা, ১ জনকে ২০০০ হাজার টাকা, ১ জনকে ১০০০ টাকা করে মোট ৬ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জনসাধারণকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দেন এবং সরকারি নিদের্শনা মেনে চলার জন্য আহবান জানান।
উল্লেখ্য, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাসের শুরু থেকেই প্রতিদিন জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছেন।