আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে অভিযান। (১১জুলাই) শনিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, সাটুহল মার্কেট সহ আশেপাশের এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. আশিস মোমতাজ,জনাব চন্দন কর ও মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান চলাকালিন সময় সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ১০জন কাস্টমারকে ১৯০০/- অর্থদন্ড প্রদান করেন একই কারণে ৭ জন দোকান মালিককে গোল চিহ্ণ সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ১০,১০০/-অর্থদন্ড প্রদান করেন
এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
অপরদিকে, জনাব এস.এম. আশিস মোমতাজ তিনটি দোকান মালিককে গোল চিহ্ণ সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ১৮০০ অর্থদন্ড প্রদান করেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. আশিস মোমতাজ।
জনাব চন্দন কর চারজন পাবলিক মুখে মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় দায়ে ৮০০/- অর্থদন্ড
সামাজিক দূরত্ব বজায় ও গোল চিহ্ণ না থাকার দায়ে এক দোকান মালিককে ১০,০০০/- অর্থদন্ড প্রদান করেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব চন্দন কর।
৩জন ম্যাজিস্ট্রেট এর ২৬টি মামলায় ২৫হাজার ৮শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।