আবু সাঈদ আল জিহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় বারের মত টিচার্স প্লাজার পরিবারের পক্ষ থেকে দরিদ্র, গরীব, কর্মহীন দুস্থ ১০০টি বাড়িতে ঈদসামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
শুক্রবার সকালে পৌর এলাকার বিভিন্ন এলাকায় এ সব ঈদসামগ্রী বিতরণ করা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) এর সহকারি শিক্ষক ও চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী এর সহ-সভাপতি জনাব মোসা. নিলুফা ইয়াসমিন এর নিজস্ব উদ্যোগে এ সব সামগ্রী দেয়া হয়।
এ বিষয়ে নিলুফা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের কারণে সারাদেশে মানুষ আজ অবরুদ্ধ হয়ে পড়েছে। এমতাবস্থায় সমাজের হতদরিদ্র খেঁটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বেকায়দায়। বিশেষ করে খাবারের জন্য এসব পরিবার কষ্টে জীবনযাপন করছে।
তিনি জানান, এ মানবিক দিক বিবেচনা করে আমার পরিবারের সাধ্যমত খেঁটে খাওয়া দিনমজুর মানুষগুলির বাড়িতে বাড়িতে ঈদসামগ্রী বুদিয়া ২টা প্যাকেট, পাপড় ২প্যাকেট, চিনি ১কেজি, নুডুলস১টা, লাচ্চা সেমাই ১প্যাকেট, খিল সেমাই১প্যাকেট, সবান একটা, স্যাম্পু, জেট পৌঁছে দিয়েছি। সম্ভব হলে এ কার্যক্রম অব্যাহত রাখব।