চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ইউএনও বৈশাখী বড়ুয়াসহ হাজীগঞ্জে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপর করোনায় আক্রান্ত ব্যক্তির (৩৭) বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ওই ব্যক্তি ঢাকায় ইসলামী ব্যাংকের একটি শাখার কর্মকর্তা। তার বাড়ি হাজীগঞ্জ শহরে।
সিভিল সার্জন আরও জানান, সোমবার ইউএনও বৈশাখী বড়ুয়ার নমুনা সংগ্রহ করে ঢাকা শিশু হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার দুপুরে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তাকে আপাতত বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ওনার শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ইউএনও বৈশাখী বড়ুয়া করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তার হাজীগঞ্জ পৌর শহরের বাড়িটি লকডাউন করতে যান। সেখানে হাজীগঞ্জ থানার ওসি, পৌর মেয়রসহ হাজীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের সঙ্গে কর্মরত অন্যরা ইউএনও’র সঙ্গে ছিলেন। ওই বাড়িটি লকডাউন করে ফেরার সময় খবর পান যে ইউএনও নিজেও করোনায় আক্রান্ত।