ডিবিএন ডেস্কঃ দেশে চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এ সময় খোলা থাকবে সব সরকারি-বেসরকারি অফিস আদালত।
আজ বুধবার (১৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুসারে বিধিনিষেধের মেয়াদের আজ শেষ দিন ছিলো। তবে করোনা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, এর আগে গত ৩১ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৬ জুন এবং পরে তা ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। আজ বুধবার এই বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ালো সরকার।