ডিবিএন ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় চলতি বছর দেশে সারের জন্য ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়া লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (২৯ জানুয়ারি) ঢাকার এফডিসিতে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ’ নিয়ে এক ছায়া সংসদে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সারের ভর্তুকিতে ২৮ হাজার কোটি টাকা লাগবে। এখন পর্যন্ত ১৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেয়া হয়েছে এবং আগামী জুন পর্যন্ত আরও ৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তারপরও দেশের কল্যাণে ও কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের দাম বাড়াবেন না বলেও আশ্বস্ত করেছেন তিনি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সারের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও পরিবহণ ব্যয় বাড়ার ফলেই এ বিশাল অংকের ভর্তুকি লাগবে। এমনিতে আমাদের প্রতিবছর ৮ থেকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকিতে লাগে।
আব্দুর রাজ্জাক আরো বলেন, আগামী ৩-৪ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান সরকার সবার জন্য নিরাপদ খাবারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করছে। সেজন্য নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।