চলতি অক্টোবর মাসে ঘটবে বিরল এক মহাজাগতিক ঘটনা। দেখা যাবে একই সঙ্গে সূর্য ও চন্দ্রগ্রহণ। এই তথ্য জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আসছে ১৪ অক্টোবর বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা যাবে। এই সময়ে, সূর্যের চারপাশে আগুনের বলয় তৈরি হবে। যখন চাঁদ সূর্যের সামনে দিয়ে যায়, তখন সূর্যগ্রহণ হয়। যখন চাঁদ সূর্যের চেয়ে ছোট দেখায়, তখন সূর্যের আলোর অধিকাংশই ঢাকা পড়ে যায় এবং সূর্যকে একটি বলয়ের মতো দেখায়। একে বলা হয় বৃত্তাকার সূর্যগ্রহণ।পৃথিবীতে হাজার হাজার কিলোমিটার বা মাইল এই বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা যাবে।
অন্যদিকে আগামী ২৮ অক্টোবর রাতে চন্দ্রগ্রহণ দেখা যাবে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে থাকে, তখন চাঁদের পৃষ্ঠে পড়ে। আর তাকেই চন্দ্রগ্রহণ বলে। এশিয়া, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশিয়ানিয়া সহ দিগন্তের উপরে চাঁদ যেখানেই থাকবে সেখানেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। নাসার ২০২৩ অ্যানুলার সোলার ইক্লিপস ব্রডকাস্ট ওয়েবসাইট ভিজিট করে এই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি