চলতি পঞ্চম উপজেলা নির্বাচনের অনুষ্ঠিত তিন ধাপে মোট বিনা ভোটে জয়ী হয়েছেন ১৩১ জন। আগামী ধাপে অর্থাৎ চতুর্থ ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে ৮৮ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নির্বাচন পরিচালনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
চলতি পঞ্চম উপজেলা নির্বাচন যে জৌলুস হারিয়েছে তা খোদ একজন নির্বাচন কমিশনারই বারবার বলছেন। জৌলুস হারানোতে নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার যেন হিড়িক পড়েছে। একই সঙ্গে ভোটের হারেও পড়েছে ভাটা।
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন, ভাইস চেয়ারম্যান ২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২৭ জনসহ মোট ৮৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ধাপে। এরই মধ্যে তিনটি ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন রয়েছেন।
দ্বিতীয় ধাপের ভোটে ৪৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ২৩ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১২ জন।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মোট ৫৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের ভেতরে ৩৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী, নয়জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ভোটের হারেও যেন ভাটা কাটছে না। ১০ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ৭৮টি উপজেলায় ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ হারে। আর ২৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের ১১৬ উপজেলায় ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ হারে।
সূত্র : এন টি ভি