ইমরুল কায়েসের অর্ধশতকে ঢাকা প্লাটুনকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার দেয়া ১২৫ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
এর আগে মিরপুরে টস জিতে চট্টগ্রামের আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত প্রথম ইনিংসে সঠিকই প্রমাণিত হয়। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই প্লাটনু ব্যাটসম্যানরা ছিলেন চাপে। ধীর গতির ওপেনিং জুটি বেশি লম্বা হয়নি। ১৩ বলে ১৪ রানে এনামুল ফিরে যাওয়ার পর কোন রান যোগ না করেই তাকে অনুসরণ করেন মেহেদী হাসান। তামিম ইকবালও ফিরে যান ২১ রানে। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। শেষ দিকে ওয়াহাব রিয়াজ এবং অধিনায়ক মাশরাফির জুটিতে শতক পার করে ঢাকা।
বল হাতে দুটি করে উইকেট তুলে নেন মুক্তার আলী এবং রায়ন বুর্ল।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি সুবিধা করতে না পারলেও একপাশ আগলে খেলা ইমরুল কায়েসের হিসেবে ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।
স্কোর:
তামিম ইকবাল ২১ (২৭)
এনামুল হক ১৪ (১৩)
মেহেদী হাসান ০ (২)
মুমিনুল হক ৩২ (৩৪)
জাকির আলী ৩ (৫)
শহীর আফ্রিদি ০ (২)
শাদাব খান ০ (১)
কুশাল পেরেরা ৬ (৯)
ওয়াহার রিয়াজ ২৩ (১৫)
মাশরাফী বিন মুর্তজা ১৭* (১২)
বোলার
রুবেল হোসেন ৩-০-২৭-০
নাসুম আহমেদ ৪-০-২১-১
মেহেদী হাসান রানা ৪-০-২৬-০
লিয়াম প্লাঙ্কেট ৪-০-৩০-১
মুক্তার আলী ৪-০-১৮-২
রায়ান বুর্ল ১-০-১-২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১২৫/৪ (১৮.৪)
লিন্ডলে শিমন্স ১৫ (১২)
জুনায়েদ সিদ্দিকী ৮ (৯)
ইমরুল কায়েস ৫৪* (৫৩)
চাদউইক ওয়ালটন ২৫ (১৬)
রায়ান বুর্ল ১৩ (১৬)
নুরুল হাসান শোহান ৫* (৬)
বোলার
মাশরাফি ৪-০-১৪-১
মেহেদী হাসান ৪-০-২৩-১
থিসারা পেরেরা ১-০-১৮-০
শাদাব খান ২-০-২০-০
ওয়াহাব রিয়াজ ৩.৪-০-১৮-২
হাসান মাহমুদ ২-০-১৮-০
শহীদ আফ্রিদি ২-০-১১-০