সাধারণ ছুটি শেষে করোনা প্রতিরোধ কল্পে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলে সরকারী সিদ্ধান্তের প্রক্ষিতে গতকাল ১লা জুন ২০২০ খ্রিঃ চট্টগ্রাম মহানগরী এলাকায় গণপরিবহন চলাচল শুরু হয়।
এ উপলক্ষে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সচেতনতা মূলক ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন, চালক- শ্রমিক ও যাত্রী সাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণ পরিবহনে স্বাস্থ্য বিধি সংক্রান্তে স্টিকার লাগানো সহ মাইকিং কার্যক্রম পরিচালনা করে।সকাল ১০.৩০ ঘটিকায় টাইগারপাস মোড়ে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব এস এম মোস্তাক আহমেদ, বিপিএম(বার), পিপিএম(বার) নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের সূচনা করেন। এ সময় উপ পুলিশ কমিশনার (ট্রাফিক)জনাব মোঃশহীদুল্লাহ্ পিপিএম; অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক -উত্তর) জনাব ওয়াহিদুল হক চৌধুরী;অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক -দক্ষিণ) জনাব নাজমুল হাসান; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক- উত্তর)জনাব মিজানুর রহমান;সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক -দক্ষিণ)জনাব সুলতান মাহমুদ খান; টিআই (খুলশী)জনাব জসীম উদ্দিন; টিআই প্রশাসন (ট্রাফিক -উত্তর)জনাব মহিউদ্দিন খান সহ সিএমপি ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন
সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সারাদিন নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গণপরিবহন সমূহ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা পর্যবেক্ষণ করা হয়।পর্যবেক্ষণকালে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি না মানায় ট্রাফিক বিভাগ ১১৯ টি মামলা, ৩৬ টি যানবাহন আটক, ৫ লক্ষ২০ হাজার টাকা জরিমানা আরোপ করে।এছাড়া যে সমস্ত স্ট্যান্ড ও স্থান হতে দূর পাল্লার ও আন্তঃজেলার যানবাহন সমূহ চলাচল করে সে সমস্ত এলাকায় কঠোর নজরদারি করা হয়।
চট্টগ্রাম মহানগরী এলাকায় যাত্রী ও গণপরিবহন সমূহ যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সমূহ অনুসরণ করে চলাচল করে তা নিশ্চিত কল্পে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে। যানবাহন চলাচলে স্বাস্থ্যবিধি সমূহ নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ চেকপোস্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।